Main » 2012 » June » 6 » রবি ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন!!
9:14 AM
রবি ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন!!

যারা রবি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আজকের পোস্টটা অনেক কাজে লাগবে আশা করি।পোস্টে রবি ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত উল্লেখ করার চেষ্টা করেছি।

undefined

কিভাবে রবি ইন্টারনেট চালু করবেন:

আপনার হ্যান্ডসেটে রবি ইন্টারনেট সেট করতে নিচের নির্দেশনা অনুসরন করুন:

এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট সেটিং
১. ওয়াপ, এমএমএস ও ইন্টারনেট সেটিং এর জন্যে ‘অল’ লিখে এসএমএস করুন।
২. ইন্টারনেট সেটিং এর জন্যে ‘ইন্টারনেট’ লিখে ১২২৭ নম্বরে এসএমএস পাঠান।
৩. ওয়াপ সেটিং এর জন্যে ‘ওয়াপ’ লিখে ১২২৭ নম্বরে এসএমএস পাঠান।
৪. এমএমএস সেটিং এর জন্যে ‘এমএমএস’ লিখে ১২২৭ নম্বরে এসএমএস পাঠান।

ইউএসএসডি মেন্যুর জন্যে *১৪০# ডায়াল করুন।

নন-ব্র্যান্ডেড (চাইনিজ) হ্যান্ডসেটের জন্যে ম্যানুয়াল সেটিংস্:

ইন্টারনেট সেটিং:ওয়াপ সেটিং প্যারামিটার:এমএমএস সেটিং প্যারামিটার:
প্রোফাইল: Robi-INTERNETএপিএন: INTERNETপ্রক্সি-আইপি I পোর্ট: দরকার নেইপ্রোফাইল: Robi-WAPএপিএন: wapপ্রক্সি/আইপি ঠিকানা: 10.16.18.77
পোর্ট: 9028
প্রোফাইল:Robi-MMS
এপিএন: WAP
প্রক্সি/আইপি 10.16.18.77
পোর্ট: 9028
ওয়েব ঠিকানা: http://10.16.18.40:38090/was

প্রয়োজনীয় তথ্য পেতে ধাপে ধাপে অগ্রসর হন। অথবা, আপনার মোবাইল থেকে সেটিংস এর জন্য অনুরোধ পাঠান। আপনার জিপিআরএস /ইডিজিই কার্যকরী মোবাইল ফোন থেকে *১৪০*৭*৩# ডায়াল করুন।

  • আপনি শুনতে পাবেন ‘অনুগ্রহ করে আপনার মোবাইলের মডেল নম্বরটি প্রবেশ করান’।
  • উত্তরে আপনি আপনার মোবাইলের নাম ও মডেল নম্বর (যথা Nokia 6070) লিখে পাঠান।
  • কিছুক্ষণের মধ্যে আপনি ইন্টারনেট সেটিং এর একটি নিশ্চিতকরণ মেসেজ পাবেন।
  • মেসেজটি খুলুন এবং সেভ করুন।
  • যদি প্রয়োজন হয় তবে, ১২৩৪ নম্বরটি পিন কোড হিসেবে ব্যবহার করুন।

এখন আপনি রবি ইন্টারনেট ব্রাউজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

আপনার হ্যান্ডসেটের জন্য সঠিক সেটিংটি পেতে অসুবিধা হয়, তবে নিচের নির্দেশনা অনুসরণ করুন:

  • আপনার হ্যান্ডসেটের আইএমআই নম্বর দেখতে *#০৬# লিখে পাঠিয়ে দিন।
  • প্রাপ্ত নম্বরের প্রথম ৮ অংক লিখুন। যেমন, আইএমআই নম্বরটি যদি ৩৫৮৯৭৭০১০৪২৩৮৮৪ হয়, তবে কেবল ৩৫৮৯৭৭০১ লিখুন।
  • web ৩৫৮৯৭০১ লিখে ৮৭৩৮ নম্বরে এসএমএস পাঠান। আপনি আপনার কাঙ্খিত সেটিংস পেয়ে যাবেন।

আরো সাহায্যের প্রয়োজন হলে রবি হেল্পলাইন ১২৩ এ কল করুন অথবা আপনার নিকটস্থ রবি গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করুন।

  • ডাউনলোডিং সেটিংস এর জন্য এসএমএস চার্জ প্রযোজ্য।
  • ভ্যাট প্রযোজ্য।_______________________________________________________________________________________________________________ইন্টারনেট প্যাকেজ:
    সকল রবি প্রিপেইড গ্রাহকদের অধিক সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট উপভোগ করতে পারেন! এখন আপনি সংযুক্ত সব সময় mmsচার্জ:
    চালুর কোডঅফারমূল্যমেয়াদব্যালান্স
    *৮৪৪৪*১৪#১ এম বি মাত্র ২ টাকা + ভ্যাট২ টাকা + ভ্যাট১ দিন*২২২*৮১#

    দ্রষ্টব্য:

    • ভ্যাট প্রযোজ্য ।
    • *৮৪৪৪*১৪# ডায়াল করে এই প্যাকেজটি কেনা যাবে
    • সফলভাবে কেনার পরে গ্রাহক একটি অবহিতকরণ পপ-আপ পাবেন
    • এই প্যাক একাধিকবার ক্রয় করা সম্ভব।
    • ড্যাটা প্যাকের মেয়াদ হবে ১ দিন- কেনার সময় থেকে ঐ দিনেই রাত ১১ টাকা ৫৯ মিনিট পর্যন্ত।
    • ১ মেগাবাইট প্যাকেজ কেনার পর, গ্রাহকদের জন্য অন্য কোন ইন্টারনেট প্যাক কিনতে পারবে
    • এটি একটি নিয়মিত পণ্য এবং ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে
    রবি’র সকল প্রিপেইড গ্রাহক ১০ এমবি চালু করলেই ১০ এমবি বোনাস পাবেন!!internetচার্জ:
    চালুর কোডপ্যাকমূল্যমেয়াদব্যালান্স
    *৮৪৪৪*৮০#১০ এমবি কিনলে ১০ এমবি ফ্রি১০ টাকা + ভ্যাট১ দিন*২২২*৮১#

    দ্রষ্টব্য:

    • ভ্যাট প্রযোজ্য ।
    • *৮৪৪৪*৮০# ডায়াল করে এই প্যাকেজটি কেনা যাবে ।
    • যারা বান্ডল ব্যবহার করেন না, তারা *৮৯৯৯*০০# ডায়াল করে বান্ডল প্যাকেজে মাইগ্রেশন করতে পারেন।
    • সফলভাবে কেনার পরে গ্রাহক একটি অবহিতকরণ পপ-আপ পাবেন ।
    • এই প্যাক একাধিকবার ক্রয় করা সম্ভব।
    • ড্যাটা প্যাকের মেয়াদ হবে ১ দিন- কেনার সময় থেকে ঐ দিনেই রাত ১১ টাকা ৫৯ মিনিট পর্যন্ত।
    সকল রবি প্রিপেইড ইন্টারনেট গ্রাহক
    mmsবর্তমান নিয়মে বান্ডল প্যাকেট শেষ হওয়ার পর রবি ইন্টারনেট গ্রাহকগণ স্বয়ংক্রিভাবে পে-পার-ইউজ মোডে চলে যান। বস্তুত, তাদের বান্ডেল প্যাকের ১০০ ভাগ শেষ হওয়ার আগে তারা কোন অবহিতকরণ মেসেজ পান না। এভাবে গ্রাহকের পকেট থেকে অনেক টাকা খরচ হয়ে যায়; যার ফলে তারা অসন্তুষ্ট হয়ে ওঠেন, আর এ নিয়ে তারা অভিযোগও করে থাকেন। গ্রাহক স্বাথের বিষয়টি মাথায় রেখে এবং বিটিআরসি’র নির্দেশনা অনুসরণ করে রবি একটা ব্যবস্থা নিয়েছে, যাতে করে গ্রাহকগণ নিরাপদে থাকতে পারেন। ১৬ অক্টোবর থেকে সকল রবি ইন্টারনেট গ্রাহক পে-পার-ইউজ প্যাকেজে মাইগ্রেশন হয়ে যাবেন, অবশ্যই তাদের বিদ্যমান বান্ডল প্যাকেট সহ। পুনরায় বান্ডল প্যাকেজে মাইগ্রেশন করতে হলে তাদেরকে ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। এখানে উল্লেখ্য, বান্ডল মোডের গ্রাহকগণ মাইগ্রেশন না করা পর্যন্ত পে-পার-ইউজ মোডে যেতে পারবেন না, এবং পে-পার-ইউজ মোডের গ্রাহকগণ বান্ডল মোডে মাইগ্রেশন না করে বান্ডল প্যাক কিনতে পারবেন না। এজন্যে সংশিস্নষ্ট প্যাকেজ কোড ডায়াল করতে হবে। নিচের টেবিল থেকে বিস্তারিত জানতে পারবেন:
    পে-পার-ইউজ মোড থেকে বান্ডল মোডে মাইগ্রেশনবান্ডল প্যাকেট থেকে পে-পার-ইউজ মোডে মাইগ্রেশনকতবার মাইগ্রেশন সম্ভবমাইগ্রেশন চার্জমাইগ্রেশনের দিন ও সময়
    *৮৯৯৯*০০# ডায়াল করুন*৮৯৯৯*৯৯# ডায়াল করুন১৫ দিনে ২ বার০.০০ টাকা১৬ অক্টোবর ২০১১ থেকে

    দ্রষ্টব্য:

    • ভ্যাট প্রযোজ্য
    • শুরু হচ্ছে ১৬ অক্টোবর ২০১১ 1
    • এটি কোন অভিযান নয়; বরং রবি প্রিপেইড গ্রাহকদের জন্যে ইন্টারনেট সেবা উন্নত করতে এই ব্যবস্থা।
    • অতিরিক্ত কোন চার্জ থেকে থাকলে, তা পিএ্যান্ডএস থেকে জানানো হবে। e

    বিস্তারিত জানতে দেখুন: জিজ্ঞাসা

    রবি ইন্টারনেট: ওয়াল্ড ওয়াইড ওয়েব কে আপনার হাতের মুঠোয় আনতে আপনার রবি ইন্টারনেটই সবচেয়ে ভাল উপায়।রবি ইন্টারনেট  আপনার ডায়াল-আপ এর সময় বাঁচাবে এবং প্রতি মিনিটের খরচ সাশ্রয় করবে। দেশব্যাপী জিপিআরএস /ইডিজিই এর বিস্তৃতি আপনাকে তথ্য প্রযুক্তির সুপার হাইওয়ের সাথে যুক্ত রাখবে। আপনার জন্য বিভিন্ন ধরনের ও সঠিক মূল্যে ইন্টারনেট প্ল্যান রয়েছে।

    রবি ইন্টারনেটে যেসব ক্ষেত্রে কোন সীমা নেই:

    • ব্রাউজিং এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য খুঁজতে,
    • ইমেইল আদান-প্রদানে,
    • ফাইল ডাউনলোড করতে (গান, ভিডিও, গেম ইত্যাদি),
    • বন্ধুদের সাথে চ্যাট করতে,
    • ব্ল্যাক/হোয়াইট লিস্টে অসংখ্য সংযোজন।

    আরো অনেক কিছু থাকছে…

    ·        রবি ইন্টারনেট সেবার জন্য আপনার জিপিআরএস /ইডিজিই কার্যকরী মোবাইল ফোন ও রবি সংযোগ প্রয়োজন।

    ·        রবি গ্রাহকগণ স্বাভাবিক (সংযোগের ভিত্তিতেই) ইন্টারনেট সেবা পেতে পারেন। কাজেই তাই নতুন করে আর নিবন্ধনের প্রয়োজন নেই।

    ·        মোবাইল সেটে রবি ইন্টারনেট কনফিগার করতে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে।

    কাজেই, আপনি এখন আপনার জন্য সঠিক রবি ইন্টারনেট প্ল্যানটি বেছে নিতে পারেন।

    রবি’র সুযোগগুলো নিম্নরূপ:

    প্ল্যানকারা ব্যবহার করতে পারবেনকখন ব্যবহার করবেনট্যারিফ/খরচ
    ব্যবহার অনুযায়ী পরিশোধ সকলে ২৪ ঘন্টাএখানে ক্লিক করুন
    দৈনিক ব্রাউজিংপ্রিপেইডচালু হওয়ার পর থেকে রাত ১২ পর্যন্তপ্রতি প্যাক ৫৫ টাকা
    মাসিক আনলিমিটেডপোস্টপেইড২৪ ঘন্টা৭৫০ টাকা প্রতি মাস
    রাত্রিকালীন ব্রাউজিংপোস্টপেইডরাত ১২টা থেকে সকাল ৮টা২৭৫ টাকা প্রতি মাস

    ______________________________________________________________________________________________________

    • রবি ইন্টারনেট মোডেম

      বিশ্ব আপনার হাতের নাগালে
      রবি তার সম্মানিত গ্রাহকদের জন্যে মাত্র ১৯৯৯ টাকায়খুব আকর্ষণীয় একটি ইন্টানেট মোডেম (প্যাকেজ) নিয়ে এসেছে। এই প্যাকেজে থাকছে:
      • একটি ই১৫৫০ ইন্টারনেট মোডেম
      • একটি প্রিপেইড সিম
      • জিবি ফ্রি (ড্যাটা)

      সূচনাকালীন অফার: দেশের সর্বশ্রেষ্ট ড্যাটা অফার!

      • বান্ডলের সাথেই থাকছে ১ জিবি ড্যাটা (৩০ দিন মেয়াদের)
      • প্রতিবার ১ জিবি (ড্যাটা) কিনলে আরো ১ জিবি ফ্রি পাচ্ছেন। অর্থাৎ ১ জিবির দামের ২ জিবি পাবেন।
      • প্রতি ১ জিবি ড্যাটা প্যাকের মেয়াদ থাকবে ৩০ দিন।
      • একাধিকবার ১ জিবি করে কিনলে গ্রাহকগণ বোনাস পাবেন।
      • অন্য কোন পরিমাণ ড্যাটা কিনলে এই বোনাস পাবেন না।
      • অফারটি শুরু হলো ১৪ এপ্রিল ২০১১ তারিখ থেকে; চলবে আগামী ৩ মাস। অর্থাৎ অফার শেষ হবে আগামী ১৪ জুলাই ২০১১ তারিখে।
      • কেবল বান্ডল গ্রাহকদের জন্যেই এই অফার প্রযোজ্য থাকবে।

      দ্রষ্টব্য::

      • ১১১ ডায়াল করে কিংবা ভয়েস কল করে গ্রাহকগণ এই অফারটি চালু করতে পারবেন।
      • *৮৪৪৪*৮৫# ডায়াল করে ১ জিবি ভলিউম প্যাক কিনতে পারবেন।
      • একাধিকবার কিনতে পারবেন।
      • *২২২*৮১# ডায়াল করে আপনার ব্যালান্স জানতে পারেন।
      • ভ্যাট প্রযোজ্য।

      মোডেম বৈশিষ্ট্য:

      • এইচএসডিপিএ/ইউএমআইটিএস ২১০০ মে.হার্টজ্‌
      • এজ/জিপিআরএস/জিএসম ১৯০০১৮০০/৯০০
      • এইচএসডিপিএ ড্যাটা রেট ৩.৬ এমবিপিএস
      • এসএমএস ও ভয়েস সার্ভিস
      • প্লাগ এ্যান্ড প্লে

      রবি ইন্টারনেট মোডেম ব্যবহার করে আপনি হয়ে যাবে একজন বিশ্ব নাগরিক

      বিস্তারিত জানতে দেখুন: জিজ্ঞাসা
      এখন রবির সকল সেবা কেন্দ্রে  ইন্টারনেট মোডেম পাওয়া যাচ্ছে।

      আরও তথ্য পেলে পোস্টটা আপডেট করে দিব।

Category: Mobile | Views: 5704 | Added by: Imad | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
ক্যালেন্ডার
«  June 2012  »
SuMoTuWeThFrSa
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আর্কাইভ
শেয়ার করুন
মতামত দিন
Rate my site
Total of answers: 26
অনলাইনে যারা

Total online: 2
Guests: 2
Users: 0