10:14 AM এখন নিজেই বানিয়ে ফেলুন স্ক্রিনসেভার খুব সহজেই। |
আজকে আমরা খুব সহজেই স্ক্রিনসেভার বানাব।এজন্য প্রথমে এই সফটওয়ারটি ডাওনলোড করেন। এখন Media তে ক্লিক করেন।ডানপাশে Add এ ক্লিক করে যেসব ফাইল দিয়ে স্কিনসেভার বানাতে চান সেসব ফাইল সিলেক্ট করে দিন।– যদি আপনি স্ক্রিনসেভারের সাথে কোন গান এড করতে চান তাহলে Music এ ক্লিক করুন।তারপর ডানপাশে Add অপশনে ক্লিক করে আপনার গানটি এড করে দিন।– এরপর Background অপশনে আসুন।এখান থেকে আপনি স্ক্রিনসেভারের জন্য ইচ্ছামত বেকগ্রাউন্ড কালার ও স্টাইল সিলেক্ট করুন। এখন আসুন Information অপশনে। General Information এর খালিঘর গুলো আপনার ইচ্ছামত পূরণ করুন।Read me text দিতে চাইলে Read me text এ ক্লিক করে Include Readme text সিলেক্ট করেন।তারপর খালিঘরটিতে যা লিখবেন তাই হবে আপনার Read me text। এবার Options এ ক্লিক করুন।এখানে অনেক অপশন আছে।আপনার ইচ্ছামত অপশনগুলার ব্যবহার করেন। এখন আসুন Special ও Shareware এ।এখানে কিছু করতে চাইলে করুন। যেখানে সেভ করবেন সে জায়গাটি Browse করে দেখিয়ে দিন।Create Setup এ ক্লিক করে সেট আপ ফাইল রূপে তৈরি করে ফেলুন আপনার স্ক্রিনসেভার। তৈরি হয়ে গেল স্ক্রিনসেভার। টিউনটি ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না। |
|
Total comments: 0 | |
Operating System [1] |
Anti Virus [1] |
E-Book [4] |
Animation and Video Editing [3] |
Web Design and Development [2] |
Games [0] |
GraphiX Designing [1] |
Tutorial [4] |
Tips & Tricks [9] |
Download [3] |
Facebook [5] |
Freelancing [0] |
Science and Technology [0] |
Mobile [3] |
Software [0] |
Hardware [0] |
Hacking [1] |