Main » Tips & Tricks

আজকে আপনাদের সাথে একটি মজার ট্রিক্স শেয়ার করব।প্রথমে নিচের কোডগুলো কপি করেন–

@echo off

:top

md %random%

goto top

এখন নোটপেডে পেস্ট করেন এবং সেভ করেন Imad.bat নাম দিয়ে।এবার Imad.bat প্রোগ্রামটি ওপেন করেন।১০ সেকেন্ড প্রোগ্রামটি চালিয়ে
বন্ধ করে দিন।এখন দেখুন ১০ সেকেন্ডে কয় হাজার ফোল্ডার তৈরি হয়েছে!!

সাবধান বেশিক্ষণ প্রোগ্রামটি চালিয়ে রাখলে কিন্তু ফোল্ডারের সাগরে হাবুডুবু খেতে হবে!!

Category: Tips & Tricks | Views: 1528 | Added by: Imad | Date: 2012-06-06 | Comments (0)

ভিডিওর জন্য ইউটিবের চেয়ে বড় সাইট নেই।পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও কালেকশন রয়েছে ইউটিউবের।কিন্তু মোবাইল ও পিসি থেকে আমরা অনেকেই ইউটিউবের ভিডিও ডাওনলোড করতে পারি না।কারণ ইউটিউব এখনো সরাসরি ভিডিও ডাওনলোডের কোন সুবিধা দেয় নি।আপনাদের সাথে একটি সাইট শেয়ার করছি যার মাধ্যমে আপনারা ইউটিউবের ভিডিও ডাওনলোড করতে পারবেন।

পিসি সাইটের লিঙ্ক– WWW.TUBEZEN.COM

মোবাইল সাইটের লিঙ্ক–WWW.TUBEZEN.MOBI

আরও বিস্তারিত লেখার প্রয়োজন বোধ করি না।সাইটটির ভেতর গেলেই সবকিছু বুঝতে পারবেন।

Category: Tips & Tricks | Views: 2423 | Added by: Imad | Date: 2012-06-06 | Comments (0)

কি-বোর্ড দিয়ে সারা জীবন তো কাজই করলেন।এবার আসেন কি-বোর্ড নিয়ে একটু মজা করি!

নিচের কোডটি কপি কপি করেন।

Set wshShell =wscript.CreateObject("WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}”
wshshell.sendkeys "{NUMLOCK}”
wshshell.sendkeys "{SCROLLLOCK}”
loop

কোডটি নোটপেডে পেস্ট করে নাম দিন Imad.vbs ।এবার কি-বোর্ডের দিকে তাকিয়ে দেখেন Num,Caps,Scroll এর লাইটগুলো জ্বলছে আর নিভছে।

হাহাহা হাহাহা।

এখন কিভাবে এই জ্বলা নিভা বন্ধ করবেন তা বলছি।

Ctrl+alt+del প্রেস করে টাস্ক মেনেজার ওপেন করুন।Processes এ যান।Wscript.exe নামের ওপর ক্লিক করুন।End Process দিয়ে Processটি বন্ধ করুন।

Category: Tips & Tricks | Views: 843 | Added by: Imad | Date: 2012-06-06 | Comments (0)

পিসিতে কি আপনারা নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে পারবেন?? চেষ্টা করে দেখেন।  না পারলে আমি শিখিয়ে দিচ্ছি।

প্রথমে একটি ফোল্ডার তৈরি করতে হবে যেটিকে নাম ছাড়া করব।

তারপর ফোল্ডারটির রিনেম অপশনে যেতে হবে।

এখন ফোল্ডারটির নাম যা আছে তা ডিলিট করে ফেলুন।

এবার Alt চাপুন ।এবং Alt চেপে রেখে 0160 চাপুন।

Enter চাপুন।

তৈরি হয়ে গেল নামহীন ফোল্ডার !

Category: Tips & Tricks | Views: 780 | Added by: Imad | Date: 2012-06-06 | Comments (0)

আজকে আপনাদের একটা মজার ট্রিক দেখাব।ট্রিক্স টা দেখে প্রথমে আমিও অনেক মজা পেয়েছিলাম।
পিসির ক্যালকুলেটর  Open করার জন্য প্রথমে Start>run এ যান।
এবার calc লিখে  OK দিন।
ক্যালকুলেটর Open হবে।
এবার ক্যালকুলেটরে 4 লিখুন।এবং রোট চিহ্নটিতে টিপ দেন।
4 রোট=2
এবার 2-2 করেন।
2-2=0
কিন্তু এখানে দেখাচ্ছে -1.068281969439142e-19


হাহাহা…

সবাই ভাল থাকবেন।

Category: Tips & Tricks | Views: 805 | Added by: Imad | Date: 2012-06-06 | Comments (0)

শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন পোস্টা কি নিয়ে।কথা না বাড়িয়ে আপনার ইন্টারনেট কানেকশন ঠিক আছে কি না ব্রাউজারে না ঢুকেই কিভাবে দেখবেন তা দেখাচ্ছি।
প্রথমে রান এ যান।Windows+r দিয়ে রান এ যেতে পারবেন।

তারপর লিখুন ping 4.2.2.1 -t এবং Enter দিন।ইন্টারনেট কানেকশন যদি ঠিক থাকে তাহলে নিচের মত দেখাবে।-

-

যদি ঠিক না থাকে তাহলে নিচের মত–

পোস্ট টা ছোট হলেও মজার এবং দরকারি না??
সবাই ভাল থাকবেন।

Category: Tips & Tricks | Views: 780 | Added by: Imad | Date: 2012-06-06 | Comments (0)

¿¿sɹoʇısıʌ dn ssɐʍ ˙˙˙oןןǝɥ

undefined
আমার মত উল্টাভাবে লেখতে চান??এরকম উল্টাভাবে লেখা কোন ব্যাপারই না।

শুধু এই লিঙ্কে  যান।
যা উল্টাভাবে লেখতে চান তা খালি বক্সটিতে লেখুন।এবার যে স্টাইলে উল্টাতে চান ঐ স্টাইল সিলেক্ট  করে দিন।হয়ে যাবে উল্টা লেখা!!!

Category: Tips & Tricks | Views: 802 | Added by: Imad | Date: 2012-06-01 | Comments (0)

আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন কোনটা?আপনি হয়ত উত্তর দিবেন গুগল অথবা ইয়াহু।কোন কিছু লিখে গুগলে সার্চ দিলে ইয়াহুর চেয়ে কিছু সার্চ রেজাল্ট বেশি পাবেন আবার ইয়াহুতে সার্চ দিলেও এমন অনেক সার্চ রেজাল্ট পাবেন যা গুগল আপনাকে দেখাবে না।তাই পূর্ণাঙ্গ সার্চ রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে গুগল এবং ইয়াহু দুইটাতেই সার্চ করতে হবে।কিন্তু এতে সময় ও নেট প্যাকেজ দুটোই খরচ হয়।
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকগুলো সার্চ ইঞ্জিন  ইন ওয়ান একটি সাইটের ঠিকানা।
এই সাইটে যান।যে দুইটি সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করবেন Compare থেকে সে দুইটি ইঞ্জিন সিলেক্ট করে দিন।এবার খালি বক্সটাতে যা সার্চ করবেন তা লিখে Enter দিন।দেখবেন দুইটি সার্চ ইঞ্জিন থেকেই  সার্চ রেজাল্ট দেখাচ্ছে।
এখন আপনি আরও দ্রুত সার্চ করতে পারবেন। ... Read more »

Category: Tips & Tricks | Views: 771 | Added by: Amdadul | Date: 2012-05-24 | Comments (0)

আজকের পোস্টটা স্পেশালি ব্লগারদের জন্য।ব্লগারদের ব্লগিং করার সময় বিভিন্ন ধরণের চিহ্ন ব্যবহার করতে হয়।যেমন-

©  ๏ ®  © £  ¶  ¥ Œ  ๏ ๐ ™

এই চিহ্ন গুলো শুধু ব্লগারদের লেখার সৌন্দর্যই বাড়ায় না,পাঠকদের লেখা বুঝতেও সাহায্য করে।কিন্তু দুঃখের বিষয় এসব চিহ্নগুলো কি-বোর্ডে দেওয়া নেই।তাই অনেকেই এসব চিহ্ন ব্যবহার করতে পারেন না।এখন আপনি খুব সহজেই পারবেন এসব চিহ্ন ব্যবহার করতে।কিভাবে পারবেন দেখিয়ে দিচ্ছি।
প্রথমে Start>all programs>accessories>system tools>Chracter Map এ যান।তাহলে এরকম দেখাবে–

undefined

এবার যে চিহ্নটি দরকার সেটি সিলেক্ট করুন,Copy করুন।যেখানে দরকার সেখানে পেস্ট করে দিন।
তাহলেই হয়ে যাবে আপনার কাঙ্খিত জায়গায় কাঙ্খিত চিহ্নের ব্যবহার। ... Read more »

Category: Tips & Tricks | Views: 817 | Added by: Amdadul | Date: 2012-05-24 | Comments (2)

ক্যালেন্ডার
«  April 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
282930
আর্কাইভ
শেয়ার করুন
মতামত দিন
Rate my site
Total of answers: 26
অনলাইনে যারা

Total online: 1
Guests: 1
Users: 0